আবুধাবি টি-১০ ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় জয়

সরওয়ার মনি , আবুধাবি থেকে

আবুধাবি ক্রিকেট কাউন্সিল আয়োজিত আবুধাবি টি-টেন লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স।
গতকাল (২৬ নভেম্বর ) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলা টাইগার্সের আসল রুপটা দেখল নর্দান ওয়ারিয়র্স। রশিদ খান এবং ইফতেখার আহমেদের বোলিংয়ের পর দুই আফগান শাহজাদ এবং হজরতুল্লাহ জাজাই এর ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটে নর্দান ওয়ারিয়র্সকে উড়িয়ে দিয়েছে রশিদ-সাকিবের দল।
প্রথমে বল করে প্রতিপক্ষকে নাগালের মধ্যে রেখে দিয়েছিল রশিদ-ইফতেখাররা। এরপর ব্যাট হাতে বাকি কাজটা করেছেন শাহজাদ এবং জাজাই।বলা যায় আফগান শোতে আরো একটি দুর্দান্ত জয় পেল বাংলা টাইগার্স। শাহজাদের পাশাপাশি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন হজরতুল্লাহ জাজাইও। ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটের জয় নিশ্চিত করে বাংলা টাইগার্স। শাহজাদ অপরাজিত থাকেন ২৫ বলে ৫৪ রান করে। মেরেছেন ৮টি চার এবং ২টি ছক্কা।অপরাজিত ব্যাটার হজরতুল্লাহ জাজাই করেন ২৩ বলে ৫৩ রান। মেরেছেন ৩টি চার এবং ৫টি ছক্কা। সাকিব বল হাতে এক ওভারে দিয়েছেন ৯ রান।
টসে হেরে ব্যাট করতে নামা নর্দান ওয়ারিয়র্স শুরুটা ভাল করেনি। ২৩ রানের মাথায় ফিরেন ব্রেন্ডনকিং। ১২ রান করা কিংকে ফেরান রশিদ খান। দ্বিতীয় উইকেটে ৩৫ রান যোগ করেছিলেন মনরোএ বং জনসন চার্লস। এ জুটিও ভাঙ্গেন রশিদ খান ১৮ রান করা চার্লসকে ফিরিয়ে। তবে এরপর একাই লড়াই করেন মনরো। পরের ব্যাটাররা তাকে তেমন সহায়তা করতে পারেনি। মনরোকে আউট করতে পারেনি বাংলা টাইগার্সের বোলাররা। যদিও ইফতেখার আহমেদের জোড়া শিকার হয়ে ফিরেন রাদার ফোর্ড এবং বাংলাদেশী ব্যাটার জিয়াউর রহমান। শেষ পর্যন্ত ১০৭ রানে থামে নর্দান ওয়ারিয়র্স।
কলিন মনরো অপরাজিত থাকে ২৮ বলে ৫৯ রান করে। ৪টি করে চার ও ছক্কা মারেন মনরো। বাংলা টাইগার্সের পক্ষে ২টি করে উইকেট নেন রশিদ খান এবং ইফতেখার আহমেদ।
১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলা টাইগার্সের দুই ওপেনার দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ ও হজরতুল্লা জাজাই মিলে শুরুতেমনি সাবধানে খেললেও পরবর্তীতে প্রতিপক্ষ বোলারদের একের পর এক চার, ছক্কা হাকিয়ে মাত্র ৭.৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ম্যাচ শেষ করে আসেন জাজাই এবং শাহজাদ।
আজ (২৭ নভেম্বর ) নিজেদের পঞ্চম ম্যাচে বাংলা টাইগার্স মুখোমুখি হবে আজমান বোল্টসের সাথে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.