বিমানবন্দরে দুবাই গামি যাত্রী থেকে ৯ লক্ষ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার

১২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস—বাংলা এয়ারলাইন্সের দুবাই গামি দুলাল জমাদ্দার নামের এক যাত্রীর কাছ থেকে ২ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার টাকা সমমূল্যের ৯ লক্ষ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের ইউএস—বাংলা এয়ারলাইনসের ঢাকা—চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দার, পাসপোর্ট নম্বর: এ ০১৬৫৭৭৮৬, তার সন্দেহজনক গতিবিধির কারনে ফ্লাইটের কর্তব্যরত ক্রু গণ তাকে অফলোড করেন। পরবর্তীতে ইউ এস বাংলা কর্তৃপক্ষ তার হ্যান্ডলাগেজ সমেত নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। কর্তব্যরত ডিউটি নিরাপত্তা অফিসার বাদশা ফয়সাল ও তার টিম প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে উক্ত যাত্রী একপর্যায়ে স্বীকার করেন যে তার কাছে বৈদেশিক মুদ্রা আছে।
পরবর্তীতে বিমানবন্দর নিরাপত্তা শাখা, বিমান বাহিনী টাস্ক ফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে উক্ত যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৯ লক্ষ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায় যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৯৩ লক্ষ ৮৬ হাজার টাকা সমমূল্যের ।
বর্তমানে আটককৃত যাত্রী কাস্টমস হেফাজতে রয়েছেন এবং নিয়মতান্ত্রিক ভাবে আটককৃত যাত্রীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.