চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন হলো এ্যডভোকেট সাইফুলের

১০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামের লতাপীর শাহ মাজার কবরস্থানে বুধবার বিকেল ৫টার দিকে চতুর্থ দফা জানাজা শেষে শহীদ এ্যডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন সম্পন্ন হয়েছে।
গ্রামের বাড়ির চতুর্থ দফা জানাজাও জনসমুদ্রে পরিণত হয়। লোহাগাড় এবং পাশ^র্বর্তী উপজেলা থেকে হাজার হাজার মুসল্লী আইনজীবী আলিফের জানাজায় শরিক হতে আসেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আদালত ভবন চত্বরে। সাড়ে ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটার দিকে লোহাগাড়া উপজেলার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ (বর্তমান কর্ণেল অলি আহাম্মদ স্টেডিয়ামে ) তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। চতুর্থ জানাজায় পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আলিফের পিতা জামাল উদ্দিন। তিনি সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন।

গ্রামের জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক ও লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন সহ অন্যরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে আদালত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় চিন্ময়ের অনুসারীরা ধরে নিয়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে।
এদিকে এ্যডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে এবং জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে চট্টগ্রাম সহ সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। অব্যাহত রয়েছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী।


মেধাবী সাইফুল ইসলাম আলিফ লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাস করে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) থেকে এলএলবি পাস করে জেলা আইনজীবী সমিতির মাধ্যমে আইন পেশায় নিযুক্ত হন। গত বছর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইজীবী হিসেবে অধিভুক্ত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.