সকাল থেকে চালু হচ্ছে শাহ আমানত বিমানবন্দর
ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৪৮ ঘন্টা পর সচল হতে যাচ্ছে কার্যক্রম। সোমবার (১৫ মে) সকাল থেকে ফ্লাইট ওঠা-নামা করবে।
রবিবার (১৪ মে) রাতে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তসলীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আমরা বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রেখেছিলাম। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেছে এবং রাত ১২ টার পর আমাদের কোন ফ্লাইট শিডিউল নেই, তাই আমরা আগামীকাল (সোমবার) সকাল থেকে আমাদের সব কার্যক্রম শুরু করব।’
এর আগে, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করলে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে রবিবার (১৪ মে) রাত ১২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট উঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.