শাহ আমানতে তালা-ব্যাটারিতে লুকানো দেড় কেজি স্বর্ণ উদ্ধার

৭০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছ থেকে তালা ও ব্যাটারিতে লুকানো অবস্থায় থাকা দেড় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ওই যাত্রীকে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি সিভয়েস২৪-কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুবাই থেকে সকালে আসা এফজেড-০৫৬৩ ফ্লাইটটি ৯টা ৪৮ মিনিটে অবতরণ করে। ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৬১৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করেছিল কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১৩ ফ্লাইটের একটি সিটে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.