অপহরণের ১৪দিন পর শিশু উদ্ধার, ৩ নারীসহ গ্রেপ্তার ৬

১৬১

নগরীর ইপিজেড থানার কলসি দিঘী এলাকা থেকে অপহরণের ১৪দিন পর আড়াই বছরের এক শিশু মো. হৃদয়কে ফেনী থেকে উদ্ধার ও অপহরণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সিএমপি উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ জানুয়ারি দুপুরে নগরের ইপিজেড থানার কলসিদিঘী এলাকার সাইক্লোন শেল্টারের সামনে থেকে শিশু হৃদয়ের পাঁচ বছর বয়সী বড় বোন জান্নাতুলকে খাবার কিনতে পাঠিয়ে কৌশলে শিশু হৃদয়কে অপহরণ করে দুই নারী। এ ঘটনায় ২৬ জানুয়ারি শিশুটির পিতা রবিউল বাদি হয়ে নগরের ইপিজেড থানায় অজ্ঞাতনামা অজ্ঞাতনামা দুই মহিলাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ অপহরণ এলাকার সিসিটিভির ফুটেজের সূত্রধরে তদন্তে নামে। ঘটনায় জড়িত সন্দেহে চট্টগ্রাম থেকে সুমি সরকার, লাকী বেগম ও মো: আকিব নামে তিনজনকে আটক করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ফেনী থেকে বেলাল নামে আরেকজনকে গ্রেপ্তারের পর জেলার দাগনভুঁইয়া থানার গহিন এলাকার রোজিনা নামের এক মহিলার হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোজিনা ও বেলাল সহ ৬ জনকে গ্রেপ্তার কররা হয়।

আসামীরা সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য জানিয়ে পুলিশ বলছে, এই ১৪ দিনে টাকার বিনিময়ে শিশুটিকে কয়েকদফা হাত বদল করে গ্রেপ্তারকৃতরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.