বাকলিয়ায় আগুনে পুড়ল চারতলা কোল্ড স্টোরেজ

২২

ঢাকার বেইলি রোডের ঘটনার মধ্যে চট্টগ্রামের বাকলিয়ায় একটি নির্মাণাধীন হিমাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বাকলিয়া এক্সেস রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাশের তিনতলা ভবনে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, এস আলম গ্রুপের নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ এবং মাংসের হিমাগারে আগুন লাগে। কোল্ড স্টোরেজের ভিতরে দাহ্য পদার্থ থাকায় চার তলা সমান কোল্ড স্টোরেজে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

খবর পেয়ে চট্টগ্রামের বিভিন্ন ফয়ার স্টেশনের ১০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় চার ঘন্টার বেশী সময় পর বিকেলে আগুন নিয়ন্ত্রন আসে। ততক্ষণে কোল্ড স্টোরেজের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

এর আগে ফায়ারি সার্ভিসের কর্মকর্তারা জানায়, ভেতরে প্রবেশ করা দুরূহ হওয়ায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ ফেতে হয় তাদের। সরেজমিনে দেখা যায়, আগুনে সৃষ্ট ধোঁয়ায় আশপাশের এলাকা ছেঁয়ে গেছে। অনবরত ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে যাচ্ছে ভবনটি থেকে।

এ ঘটনায় ভবনটির ভেতরে কারো আটকা পড়ার সম্ভাবনা নেই বলে জানায় ফায়ার সার্ভিস।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.