নালায় পড়ে এবার নিখোঁজ ব্যবসায়ী

৪০৫

বৃষ্টিতে ডুবে যাওয়া নালায় পড়ে এবার নিখোঁজ হলেন এক ব্যবসায়ী। আজ বুধবার সকালে নগরীর মুরাদপুর এলাকায় নালায় পড়ে পানিতে ভেসে যাওয়া ওই ব্যাক্তির নাম মো. সালামত (৪৫)। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস তার সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতের বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীতে জলজট সৃষ্টি হয়। এতে করে চরম দুভোর্গে পড়ে নগরবাসী। বেলা সাড়ে ১১টার দিকে পথচারী মো. সালামত নগরীর মুরাদপুর এলাকায় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তার পাশে নালায় পড়ে মূহুর্তে পানির তোড়ে তলিয়ে যায়। যা ধরা পড়ে ওই স্থানের একটি সিসিটিভিতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তল্লাশী করে সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ পায়নি।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের লিডার বিপ্লব কুমার নাথ বলেন, নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়েও সন্ধান মিলেনি। পরে আমরা ফিরে গেলে বেলা আড়াইটার দিকে ৯৯৯ এ ফোন করে আবারও খবর দেয় স্থানীয়রা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কাজ করছে। কাল আবারো তল্লাশি চালানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস।

নিখোঁজ সালামতের বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলায়। পেশায় তিনি তরকারী ব্যবসায়ী।

এর আগে সর্বশেষ গত ৩০ জুন ষোলশহর ২ নম্বর গেটের মেয়র গলিতে বৃষ্টির সময় অটোরিকশা উল্টে নালায় পড়ে দুইজনের মৃত্যু হয়। তার আগে নগররের বহর্দারহাট ও এক বছর আগে আগ্রাবাদ বিল্লাপাড়ায় এমন ঘটনা ঘটেছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.