অল্প বৃষ্টি: পানিতে থৈ থৈ চট্টগ্রাম

২,৭১৯

ভোরের অল্প বৃষ্টিতে পানিতে থৈ থৈ অবস্থা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানি দেখা গেছে।

এর ফলে বুধবার (২৫ আগস্ট) সকালে বন্দরনগরীর দুই নম্বর গেট, মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় পানি জমে যায়। ফলে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃষ্টিপাতে নগরীর নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হওয়ায় দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। প্লাবিত বিভিন্ন এলাকার দোকানপাট সকাল থেকেই বন্ধ রয়েছে।

নগরীর মুরাদপুরের দোকানি জমির উদ্দিন বলেন, ‘সড়কের পাশে আমার দোকান। সামান্য বৃষ্টি হলেই এখানে পানি ওঠে। তখন আমাদের দোকান বন্ধ রাখতে হয়। আজও সকাল থেকে দোকান বন্ধ রাখতে হচ্ছে।’

বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. এহেসান বলেন, ‘বহদ্দারহাট বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। সড়কে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পরিমাণ পানি। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় করে অফিসে যাচ্ছি। সামান্য বৃষ্টি হলেই নগরীর বেশিরভাগ এলাকায় পানিতে তলিয়ে যাচ্ছে। কবে এ সমস্যা সমাধান হবে জানি না।’

নগরীর জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে নেয়া প্রায় সাড়ে পাঁচ হাজার কোটির টাকার চলমান মেগা প্রকল্পের কাজ ২০২০ সালে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফা সময় বাড়িয়েও প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি। প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত জলাবদ্ধতার ভোগান্তি শেষ হবে না বলে মনে করছেন সংশ্লিস্টরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.