বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি: আবুল কাশেমকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৩০৪

চট্টগ্রামের আনোয়ারার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম এর দু’দফা জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বাদে জুমা নগরীর দেওয়ান বাজারের মাছুয়াঝর্ণাস্থ ফকির মোহাম্মদ জামে মসজিদ মাঠে তাঁর নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। একই স্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সরওয়ার কামাল দুলু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মো: জসিম উদ্দিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী এডভোকেট ইমরান হোসেন বাবু, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী জোন মো: মোজাহিদুল ইসলাম, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিজাম উদ্দিন, নির্বাহী ম্যাজিট্রেট আতিকুর রহমান, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: আবু তাহের সহ আওয়ামলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মুসল্লী অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় আনোয়ারা উপজেলার হাইলধরস্থ দক্ষিণ ইছাখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় সালাম জানানো হয়। এ সময় আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল আলম সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম বৃহস্পতিবার রাত ১১টা ২০মিনিটে নগরীর নিজ বাসায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭১বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তিনি আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা, দক্ষিণ জেলা কৃষক লীগের প্রথম সহ সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ নানা সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.