সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম’র নির্বাচন কমিশন গঠন

৩৩

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদের এক সভা নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সভাপতি মীর্জা মো. আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে গত ১৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার করা হয় সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক লায়ন মোঃ গিয়াস উদ্দিনকে। দুইজন নির্বাচন কমিশনার এর দায়িত্ব পান সমিতির আজীবন সদস্য ননী গোপাল দেবনাথ এবং সমিতির আজীবন সদস্য ও ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আহমেদ শাহীন আল রাজি।

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মানিকের সঞ্চালনায় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নব গঠিত নির্বাচন কমিশন শীঘ্রই নিবাচনী তফশিল ঘোষণা এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিবে। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই নির্বাচনের মাধ্যমে সমিতির আগামীর আগামীর যোগ্য নেতৃত্বে উঠে আসবে।

অনুমোদিত ভোটার তালিকা অনুযায়ী নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬৬৮ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.