বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী জমিলা নাজনীন মাওলার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আবদুল আজিজ ভূঁইয়া এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই দম্পতির আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়-আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০০১ সালের ২১ মার্চ থেকে ২০২২ সালের ৩০ মার্চ পর্যন্ত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামি মোহাম্মদ আসলাম চৌধুরীর শুরু থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন।’ আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। চট্টগ্রামে দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.