বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

৩৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী জমিলা নাজনীন মাওলার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আবদুল আজিজ ভূঁইয়া এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এই দম্পতির আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়-আসলাম চৌধুরীর বিরুদ্ধে ২০০১ সালের ২১ মার্চ থেকে ২০২২ সালের ৩০ মার্চ পর্যন্ত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামি মোহাম্মদ আসলাম চৌধুরীর শুরু থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা প্রয়োজন।’ আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। চট্টগ্রামে দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.