শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন নজিবুল বশর মাইজভাণ্ডারী

৮৯

শেষ মুহূর্তে নির্বাচনের মাঠ থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী ও দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বর্তমান সংসদ সদস্য। তাঁর দল বাংলাদেশ তরিকত ফেডারেশন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক।

সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘এবারের নির্বাচনে আমরা তরিকত ফেডারেশন থেকে ৪২ টি আসনে প্রার্থী দিয়েছি। আমি সরে গেলাম, তবে দেশের ৪১ আসনে আমাদের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থা ও ভালোবাসায় বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) ইতিমধ্যে জান বাজি রেখে অনেক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলশ্রুতিতে বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক অঙ্গনের ৪০ বছরের ধারাবাহিকতার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। যার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও বর্তমান সরকার জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে অনেক উপকৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই আমরা পুরষ্কৃত হয়েছি।’

সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘ফটিকছড়িতে আমি চারবারের মধ্যে তিনবারই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি, এবং এই নৌকার মাধ্যমে আমি বারবার সম্মানিত হয়েছি। যেহেতু ১৪ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই ফটিকছড়িতে নৌকা প্রতীকের সমর্থন পুনর্ব্যাক্ত করেছেন সেহেতু উনার প্রতি সম্মান জানানো আমার নৈতিক দায়িত্বও বটে। এমতাবস্থায় ফটিকছড়িতে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করা আমি সমীচিন মনে করছি না। তাছাড়াও আমি যদি নির্বাচনী মাঠে থাকি তাহলে ভোটের যে সমীকরণ হবে, সেখানে আমার প্রাপ্ত ভোটের জন্য নৌকার বিজয় নিশ্চিতকরণে বাঁধার কারণ হতে পারে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘নৌকা প্রতীকের প্রার্থীর প্রতি আমার সমর্থন জানাচ্ছি এবং ফটিকছড়ির ভোটারদের প্রতিও আহবান জানাই, আপনারা নৌকাকে বিজয়ী করে আগামী দিনেও শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ করে দিন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তরিকত ফেডারেশনের কো-চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, ফটিকছড়ি উপজেলা সভাপতি আলমগীর আলম।

ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী সরে দাঁড়ানোয় এখন উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন: সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের কন্যা, সংরক্ষিত আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম আবু তৈয়ব ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহম্মদ মাইজভাণ্ডারী।

সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে আওয়ামী লীগ থেকে, ১৯৯৬ সালের প্রহসনমূলক নির্বাচনে বিএনপি থেকে এবং ২০১৩ ও ২০১৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক তরিকত ফেডারেশন থেকে দু’বার সংসদ সদস্য হন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.