বাঁশখালীতে পাল্টাপাল্টি মামলা: নৌকা প্রার্থীর ৮ জন কারাগারে

৩১

বাঁশখালী আসনে পাল্টাপাল্টি হামলা মামলায় নৌকা প্রার্থীর ৮ সমর্থককে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বাঁশখালী আদালতে হাজির হয়ে জামিন আবেদন এর প্রার্থনা করলে, আদালত ৮ জনের জামিন নামঞ্জুর করে জেলে পাটান।

গত শুক্রবার (২২ ডিসেম্বর) বাঁশখালী থানায় মোস্তাফিজুর রহমানের ১১ সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থক বেলাল উদ্দিন। এর আগে বুধবার (২০ ডিসেম্বর) রাতে নয়জনের নাম উল্লেখসহ ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন নৌকা প্রার্থীর সমর্থক হারুনুর রশিদ।

শুক্রবার (২২ ডিসেম্বর) করা মামলায় ১১ অভিযুক্ত হলেন- রশিদ আহমদ (৪০), মো. হারুন (৩৫), আনিছুজ্জামান আবিদ (৩০), মো. রেজবা (২৮), কায়জাসেদ প্রমি (২৪), মো. রাশেদ (২৬), রাশেদ (২২), মো. জমির (২৬), মুবিন (৩০),আরিফুল ইসলাম (৩৭), মো. আশেক (২৫)। এদের মধ্যে রশিদ আহমদ, মোঃ হারুন, আনিসুজ্জামান ছাড়া অপরাপর আসামিরা আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বাঁশখালী আদালতে হাজির হয়ে জামিন আবেদন এর প্রার্থনা করিলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলে পাটান।

বুধবার করা মামলায় ৯ অভিযুক্ত হলেন- ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফ মাইন উদ্দিন (৪১), আলমগীর কবির (৪২), আমির মিয়া (৩৬), আবদুল আউয়াল টিপু (২৮), মো. ফারুক (৪৭), মো. সিরাজ (৪২), জাহেদুল ইসলাম রুবেল (৩৪), আলী ইমন (২৩) ও মো. বেলাল (৩৪)। মামলায় ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে তারা আদালতে হাজির হয়ে জামিন পান।

জানা যায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী ও মুজিবুর রহমানের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.