ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী নাজিম মুহুরীর দুই কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা
ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন (মুহুরী)’র দুই কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (১৬ মে) ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন (মুহুরী)’র পক্ষে মিনি ট্রাক ও মাইক্রোবাস যোগে শোডাউন এবং দুপুর ২ টার পূর্বে মাইক বাজিয়ে প্রচারণা করার অপরাধে মো: জাহের বিন সাব্বির, ও মো: মিনহাজের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের অপরাধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্তরা দোষ স্বীকার করলে ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানানো হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.