যাত্রীবাহী ট্রেন চলবে ১৫ জুলাই থেকে
করোনাভাইরাস মহামারীর মধ্যে ঈদুল আজহার আগে বিধি-নিষেধ শিথিলে তিন সপ্তাহ বাদে আবার ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।
স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আগামী ১৫ জুলাই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আর অনলাইন টিকেট বিক্রি শুরু হবে আজ মঙ্গলবার।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করার ঘোষণা আসার পর রেলপথ মন্ত্রণালয়ও ট্রেন চালুর সিদ্ধান্ত জানায়।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সোমবার (১২ জুলাই) রাতে বলেন, “১৫ জুলাই থেকে ২২ জুলাই যাত্রীবাহী ট্রেন চলবে। কতটি ট্রেন কোন রুটে চলবে তা পরবর্তীতে জানানো হবে।”
মঙ্গলবার বিকালে টিকেট বিক্রি শুরু হবে জানিয়ে শরিফুল আলম বলেন, “টিকেট শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকেট দেওয়া হবে না।”
করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গত ২২ জুন ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেলপথ মন্ত্রণালয়।
আগামী ২১ জুলাই কোরবানির ঈদ উদযাপনের আগে লকডাউন শিথিলের আহ্বান আসছিল বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে।
এর পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা এসেছে আজ সোমবারই।
তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানানো হয়েছে। বিডিনিউজ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.