চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১০ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগে রোববার করোনায় মারা গিয়েছিলেন ৪ জন, করোনা পজিটিভ হয়েছিলেন ২৬৭ জন।
সোমবার (৩০ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৯৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।
উপজেলা পর্যায়ে এদিনে আক্রান্তের শীর্ষে রাউজান ২০ জন। এর পর আছে সীতাকুণ্ড ৮, চন্দনাইশ ৬, পটিয়া ৬, হাটহাজারী ৩, সাতকানিয়া ৩, বোয়ালখালী ২, আনোয়ারা ১ ও রাঙ্গুনিয়া ১জন।
চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ১৩৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭২ হাজার ১০৭ জন। বাকি ২৭ হাজার ২৮ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা যাওয়াদের ৬ জন নগরের বাসিন্দা, ৪ জন বিভিন্ন উপজেলার।
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৩৭ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.