বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের শপথ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০৪তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে আয়োজিত এ গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে তিনি নবীন সৈনিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে বিজিবি দেশের ৪৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানে অত্যন্ত দৃঢ়তা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের, বিজিবির দুই বীরশ্রেষ্ঠসহ সকল শহীদ সদস্য এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ১০৪তম রিক্রুট ব্যাচে একসঙ্গে ৩০২৩ জন (পুরুষ ২৯৫০ জন ও নারী ৭৩ জন) রিক্রুটকে প্রশিক্ষণ প্রদান বিজিবির জন্য একটি ঐতিহাসিক অর্জন। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের কোনো বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে একসঙ্গে এতসংখ্যক রিক্রুটকে প্রশিক্ষণ দেওয়ার নজির নেই। সীমিত অবকাঠামোর মধ্যেও নতুন প্রশিক্ষণ মাঠ, আবাসন, মেডিকেল সাপোর্ট, লজিস্টিকস ও দক্ষ প্রশিক্ষকের সমন্বয়ে এ প্রশিক্ষণ সম্পন্ন করা ছিল একটি বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে মোকাবিলা করেছে বিজিবি।

নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শৃঙ্খলা হচ্ছে সৈনিক জীবনের অলংকার। সততা, আনুগত্য, পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধের মাধ্যমে যেকোনো দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করতে হবে। কোনো বেআইনি আদেশ, পক্ষপাতমূলক আচরণ বা স্বার্থান্বেষী কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ ৯৭ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন সদস্য ৬১টি উপজেলায় নিয়োজিত থাকবেন। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য তিনি কঠোর নির্দেশনা প্রদান করেন।

নারী নবীন সৈনিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নারীরা আজ পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখছে। বিজিবির নারী সদস্যরাও দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। বিজিবি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বাহিনী নয়—এটি জনগণের করের টাকায় পরিচালিত একটি রাষ্ট্রীয় বাহিনী। তাই সততা, নৈতিকতা ও বিবেকের প্রশ্নে কোনো আপস করা যাবে না।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে নবীন সৈনিকদের দেশপ্রেম, সাহস ও পেশাদারিত্বের মাধ্যমে বিজিবির গৌরব আরও উজ্জ্বল হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.