এনসিটিতে সাইফপাওয়ার যুগের অবসান, নতুন দায়িত্বে নেভি ও ড্রাই ডক
চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) অধীনে পরিচালনার কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রায় দেড় যুগের অবসান হলো বেসরকারি কন্টেইনার টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের যুগ । রোববার (৬ জুলাই) রাত ১২টা ১ মিনিটে সাইফ পাওয়ার টেকের হাতথেকে এনসিটির দায়িত্ব নিয়ে ড্রাইডকের কাছে হস্তান্তর করেন বন্দর কর্তৃপক্ষ । এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছিল ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথডে (ডিপিএম) অনুসারে এনসিটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক লিমিটেড। নেতৃত্বে থাকবে বাংলাদেশ নৌবাহিনী।
এই নির্দেশে রোববার মধ্যরাত থেকে এনসিটি ড্রাইডকের অধীনে পরিচালনা শুরু হয়েছে। বন্দরের অপারেশনাল সব পয়েন্টে ড্রাইডক ও বন্দরের লোকজন এবং সাইফ পাওেয়ার টেকের লোকজন এক সাথে কাজ করছে। আজ পর্যন্ত কোন সমস্যা হয়নি। বন্দরে সবচেয়ে আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সমৃদ্ধ এনসিটিতে প্রতি ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার জাহাজ ওঠানামার সক্ষমতা রয়েছে, অন্যান্য বার্থ ঘণ্টায় প্রায় ১৭ থেকে ১৮টি।
৫টি জেটি নিয়ে এনসিটি গত১৭ বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক পরিচালনা করে আসছিল। এদিকে এনসিটি পরিচালনাকারী সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল ৬ জুলাই।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.