৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
চট্টগ্রামে কর্ণফুলী নদীর ব্রিজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ মো. শহিদ (৩০) নামের ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম সদর ঘাট থানাধীন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা কালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কোস্ট গার্ড সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনার স্থল থেকে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ১৭০ লিটার অকটেনসহ ১ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.