ফটিকছড়ির হাজারীখিল বনে ছাড়া হলো ৩৩টি অজগরের বাচ্চা
চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ডিম থেকে ষষ্ঠবারের মতো ফোটানো ৩৩টি অজগরের ছানাকে চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতির অনুমতিতে চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ এবং ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এসব অজগর ছানা অবমুক্ত করেন ।
চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, আজকের ৩৩টি সহ চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এ পর্যন্ত ১১৩টি অজগরের ছানা চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো। দুইটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম থেকে নিজস্ব তৈরি ইনকিউবেটরের মাধ্যমে গত জুন মাসে দুই ধাপে উক্ত ৩৩টি অজগরের ছানার জন্ম নেয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.