পটিয়া থানার ওসি সহ সংস্লিষ্ট অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে চট্টগ্রামের পটিয়া ও শহরের খুলসী সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে পটিয়া থানার ওসি সহ সংস্লিষ্ট অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দেয়া আশ্বাসে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং এনসিপির সদস্যরা চট্টগ্রামের পটিয়া ও শহরের খুলসী সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেছে। সন্ধ্যায় খুলসী সড়ক অবরোধ কর্মসূচি চলা কালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবিব পলাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে আন্দোলন কারীরা দুই জায়গায় সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহার ঘোষণা দেয়।
গত বুধবার রাতে পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পটিয়ায় থানা এবং পরবর্তী ইন্দ্রুপুল এলাকায় চট্টগ্রাম কক্রবাজার সমহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এক পর্যায়ে বিকেল ৩টা থেকে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে। মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সেসময় পুলিশ লাঠিচার্জ করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় বিক্ষোভে ফেঁটে পড়ে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.