ফিফটি করলেন ওপেনার রনি তালুকদার। তবুও নিজেদের সংগ্রহটাকে খুব বেশি বড় করতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ওই লক্ষ্য টপকাতে গিয়ে শুরুটা ভালো হয়নি প্রাইম দোলেশ্বরের। পরে অবশ্য হাল ধরেন সদ্যই জাতীয় দলে সুযোগ পাওয়া শামীম পাটোয়ারী। তার ব্যাটে চড়েই প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে দোলেশ্বর।
বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে প্রাইম ব্যাংক। ৩৩ রানের উদ্বোধনী জুটির পায় তারা। ১০ বলে ৮ রান করে ওপেনার রুবেল মিয়া সাজঘরে ফিরলে এই জুটি ভাঙে। পরে রনিকে শুধু নাহিদুল ছাড়া কেউই তেমন সঙ্গ দিতে পারেননি।
শেষ পর্যন্ত রনি তালুকদারের ৮ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫৮ ও নাহিদুল ইসলামের ২৮ বলে ২৭ রানের ইনিংসের ওপর ভর করে ১২৬ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। দোলেশ্বরের পক্ষে ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ৩৬ রান দিয়ে চার উইকেট নেন শরিফুল ইসলাম। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট নেন কামরুল ইসলাম।
প্রাইম ব্যাংককে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরের। দলীয় ১২ রানের মধ্যেই সাজঘরে ফেরত যান দুই ওপেনার। তবে ফজলে মাহমুদের ১২ বলে ২০ রানের সঙ্গে ৪ চার ও ৩ ছক্কায় শামীম হোসেনের ৩০ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে সহজ জয় পায় দোলেশ্বর।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.