সরোয়ার আলম চট্টগ্রাম মোহামেডান ব্লুজের সভাপতি
চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবের ব্লুজের সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সরোয়ার আলম। সম্প্রতি চট্টগ্রাম সদরঘাটস্থ কার্যালয়ে ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সভাপতিত্বে ক্লাবের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সরোয়ার আলমকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। তার নেতৃত্বে মোহামেডান ব্লুজ স্থানীয় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা।
শিক্ষানুরাগী, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ সরোয়ার আলম সাবেক চসিক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ছেলে ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক।এ ছাড়া তিনি ঐতিহ্যবাহী আলহাজ্ব মোস্তফা ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক।
চট্টগ্রাম ক্রীড়াঙ্গনকে প্রসারিত করার জন্য মোস্তফা হাকিম গ্রুপের নিজস্ব অর্থায়নে সাগরপাড় কাট্টলীতে নির্মিত হয়েছে মোস্তফা হাকিম মিনি স্টিডিয়াম। নির্বাচিত সভাপতি মোহাম্মদ সরোয়ার আলম সার্বিক সহযোগিতার মাধ্যমে ক্লাবের সাফল্য ধরে রাখার আশা ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.