সরকারি ওষুধ চুরি: চমেক হাসপাতালের তিন ওয়ার্ডবয় গ্রেপ্তার
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল( চমেক) থেকে সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার তিন স্পেশাল ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ জুলাই) সকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান। আটক তিনজন হলেন, আশীষ দাশ (৪৫), পলাশ ধর (৩২) ও দিলীপ কুপার নাথ (৪৫)।
পুলিশ কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন স্পেশাল ওয়ার্ড বয় সরকারি ওষুধ চুরি করে বাইরে নিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তাদের বর্তমানে পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা জানারও চেষ্টা করা হচ্ছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারের সামনে থেকে সুমন বড়ুয়া (৩০) কে আটক পর থেকে ছায়া তদন্ত নামে পুলিশ। সুমন বড়ুয়া কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোপন তথ্যের ভিত্তিতে চমকে মূল ফটকের সামনে থেকে এই তিনজনকে আটক করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.