বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম

২,২৪৮

তৈরি পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের সন্তান, ওয়েল গ্রুপের পরিচালক প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান দেশের বাইরে যাওয়ার প্রেক্ষিতে সৈয়দ নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

তিনি ১-৯ সেপ্টেম্বর পর্যন্ত বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বর্তমান করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে পোশাক শিল্পের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.