পরিচ্ছন্ন সকল কর্মীদের জীবনবীমার আওতায় আনার ঘোষণা মেয়র ডা. শাহাদাতের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নগরীকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন বিধায় ধাপে ধাপে চসিকের পরিচ্ছন্ন বিভাগের সব কর্মীকে জীবনবীমার আওতায় আনা হবে বলে জানিয়েছেন মেয়র ডা: শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কর্মরত বর্জ্য সংগ্রহকারী মুহাম্মদ ইসমাইল (বয়স ৪৩) গত ৯ মে ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। নগরের পরিবেশ উন্নয়নে অমুল্য অবদান ও শ্রমের প্রতি সম্মান জানিয়ে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন স্বাস্থ্যবীমা কর্মসূচির অধীনে তাঁর স্ত্রী পাখি আকতারকে মৃত্যুকালীণ সুবিধা হিসেবে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার চেক প্রদান করা হয়।

এই উপলক্ষে বৃহস্পতিবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নগরীকে পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন বিধায় ধাপে ধাপে চসিকের পরিচ্ছন্ন বিভাগের সব কর্মীকে জীবনবীমার আওতায় আনা হবে। এছাড়া চসিকের স্বাস্থ্য বিভাগকে কাজে লাগিয়ে তাদের স্বাস্থ্যসেবা প্রদানের সুবিধাও বাড়ানো হবে।
অনুষ্ঠানে ‍বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, শামীমা আকতার পরিচালক – কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ এবং কমিউনিকেশনস, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এস এম ফয়সাল জনসংযোগ ও প্রকল্প ব্যবস্থাপক ইউনিলিভার, মুহাম্মদ কামরুজ্জামান এসিস্ট্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার মেটলাইফ, মোহাম্মদ তৌহিদ হোসেন, এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট বিজনেস মেটলাইফ, আব্দুস সবুর, সহকারি পরিচালক ইপসা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ফোকাল পারসন অন্যরা।
এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ১৮২৭ জন বর্জ্য সংগ্রহকারীর কল্যাণে প্রকল্পটি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে । মৃত্যুকালীণ ও দূর্ঘটনাজনিত সুবিধা প্রদানের এই পদক্ষেপ সংশ্লিষ্ট কর্মীদের প্রতি একটি দায়িত্বশীল ও মানবিক চিত্র তুলে ধরেছে। প্রকল্পটি নগরীর ৪১টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে ও উক্ত প্রকল্পের মাধ্যমে নগরীর ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য, ব্যবস্থাপনার আওতায় এসেছে । প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনিলিভার বাংলাদেরশ লিমিটেডের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা বাস্তবায়ন করছে । বাংলাদেশে বর্জ্য সংগ্রহকারীদের জন্য ইন্সুরেন্স সেবা এটাই প্রথম ও অন্যতম। অনুষ্ঠানের উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.