চালু হলো চট্টগ্রাম বন্দর ও বিমান বন্দর

১৫৪

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব কেটে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে ফিরতে শুরু করেছে জাহাজগুলো। আমদানি পণ্য খালাসের পাশাপাশি বিভিন্ন অফডক থেকে রপ্তানি কনটেইনার বন্দরে আসতে শুরু করেছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরের মধ্যে জেনারেল কার্গো বার্থ, নিউ মুরিং কনটেইনার টার্মিনাল এবং চিটাগাং কনটেইনার টার্মিনালে সবগুলো জাহাজ ভিড়বে।

বন্দর সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সচিব বলেন, চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ আসা-যাওয়ার জন্য জোয়ারের প্রয়োজন হয়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর সকাল থেকে জোয়ারের সময় বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া জাহাজগুলো জেটিতে আনা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি জাহাজ চলে এসেছে। দুপুরের মধ্যে আগে থেকে বার্থিংয়ে থাকা সবগুলো জাহাজ জেটিতে ফিরতে পারে। এরই মধ্যে বন্দরের স্বাভাবিক অপারেশন (কার্যক্রম) শুরু হয়েছে বলেও জানান তিনি।

বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম বলেন, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বন্দরের সতর্ক সংকট নামানোর পর বন্দরের অপারেশন কাজ শুরু হয়েছে। এর মধ্যে কিছু ডেলিভারি হয়ে গেছে। জেটিতে জাহাজগুলো ভিড়ছে। বার্থিংয়ে আসা জাহাজ থেকে পণ্য ওঠানামার কাজও শুরু হয়েছে।

এদিকে সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড্ডয়ন-অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণার পর শাহ আমানত বিমানবন্দরে আবারো শুরু হয়েছে ফ্লাইট অপারেশন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় মাস্কাট থেকে প্রথম অবতরণ করেছে সালাম এয়ারের একটি ফ্লাইট।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ।

শিডিউল, রিশিডিউল অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো উড্ডয়ন ও অবতরণ করবে বলে জানান বিমানবন্দরের পরিচালক।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.