১১ পাসপোর্ট দালাল গ্রেফতার পাঁচলাইশে

৪১৬

নগরীর পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১১ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পাসপোর্ট, তিনটি পাসপোর্টের ফরম ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম।

সূত্র জানায়, বুধবার দুপুরে সোহেল রানা নামে একজন পাঁচলাইশ পাসপোর্ট অফিসে আসেন। তখন কয়েকজন তাকে দ্রুত ও সহজে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু সোহেল সরকারি নিয়মে পাসপোর্ট করবে বলে জানালে পকেট থেকে পাঁচ হাজার টাকা কেড়ে নেন দালালরা। পাঁচলাইশ থানা পুলিশকে সোহেল ঘটনাটি জানায়। পরে অভিযান চালিয়ে পুলিশ ১১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম (৫৬), সাইফুল ইসলাম (৫৮), রফিক আহাম্মদ (৪৮), মোহাম্মদ মিয়া জুনায়েদ (৩৬), মজিবুল হক সোহেল (৪০), আহম্মদ হোসেন (৪৭), সাইফুল হক (৪১), জাকির হোসেন রাজু (৫০), জহির উদ্দিন (৪৮), জামাল উদ্দিন (৪১) এবং হাজী মো. শফি (৭০)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ১১ জন দ্রুত ও সহজে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করতো। পাঁচলাইশ পাসপোর্ট অফিস কেন্দ্রিক ৩০ জন দালাল সক্রিয় থাকার তথ্য পেয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন। দালাল চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.