চতুর্থ দিনেও উত্তাল সিআরবি এলাকা, হাসপাতাল তৈরীর বিরোধীতা

২৮৫

সিআরবি এলাকায় হাসপাতাল তৈরীর বিরোধীতায় শুক্রবার চতুর্থ দিনের মতো দিনভর উত্তাল ছিল সিআরবি এলাকা। চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষ বিক্ষোভ, মানব বন্ধন, গাছের চারা রোপন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। জানানো হয় প্রতিবাদ। সিআরবি এলাকায় হাসপাতাল স্থাপন না করার জন্য সরকারের কাছে দাবি জানায় চট্টগ্রামের নাগরিক সমাজ। চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
সকালে রোদ থাকলেও শুক্রবার (১৬ জুলাই) বিকেলে ভারী বৃষ্টি উপেক্ষা করে বহু সংগঠন আলাদা আলাদা ব্যানার নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

বিশেষ করে চট্টগ্রামের সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াড বৃষ্টির মাঝে প্রতিবাদী গান, নৃত্য, আবৃত্তি ও বক্তৃতামাল সহ নানা কর্মসূচি পালন করে।

সবার সম্মিলিত একটাই দাবী চট্টগ্রামে হাসপাতাল হউক, তবে সিআরবির আশেপাশে পরিবেশ ধ্বংস করে নয়। তারা বলেন, সিআরবিতে বেসরকারি হাসপাতালের কোনো প্রয়োজন নেই। ঐতিহ্য, জীববৈচিত্র্য ও উদ্ভিদ নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। অবিলম্বে এই হাসপাতালের কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয়।। তারা বলেন সিআরবিতে হাসপাতাল হলে শুধু সিআরবির পরিবেশ নষ্ট হবে তাই নয়। হাসপাতালের বর্জ্যের কারণে এনায়েত বাজার, গোয়ালপাড়া, লাভলেইনসহ আশে পাশের এলাকার জনজীবনও হুমকির মুখে পড়বে। তাই সিআরবিতে হাসপাতাল না করে অন্য জায়গায় হাসপাতাল করার দাবি জানানো হয়।

চতুর্থ দিনেও উত্তাল সিআরবি এলাকা

এ সময় সিআরবি এলাকায় হাসপাতালে নির্মাণের যে ঘোষণা দিয়েছে রেলওয়ে তা থেকে সরে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
কর্মসূচি চলাকালে সিআরবির যে স্থানটিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে সেখানে গাছের চারা রোপণ করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এসব কর্মসূচিতে হাজারো নারী-পুরুষ অংশ নেয়।

চতুর্থ দিনেও উত্তাল সিআরবি এলাকা

 

 

 

 

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.