বাকলিয়া থেকে দুই টন পলিথিন জব্দ

১০

চট্টগ্রাম নগরের বাকলিয়ার রাজাখালী এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২ হাজার ১১০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ অক্টোবর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযান চালান। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে অনুমোদন বর্হিভূতভাবে পলিথিন উৎপাদন করায় এক কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সেখানে নীতিমালা বর্হিভূতভাবে উৎপাদিত ২১১০ কেজি পলিথিন বাজেয়াপ্ত করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিনের ব্যবহার নিষিদ্ধের দ্বিতীয় দিনে বড় অভিযান এটি। এরআগে মঙ্গলবার সুপারশপ বাস্কেটে অভিযান চালিয়ে ৩৫ কেজি পলিথিন জব্দ করেন জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.