ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: মাওলানা খায়রুল বাশার

কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার বলেছেন, ইসলামের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সাংগঠনিক মজবুতি অর্জন করতে হবে। পরকালীন মুক্তিলাভে কুরআন-সুন্নাহর আলোকে আমাদের জীবন গঠন করতে হবে।

শনিবার ( ১৭ আগস্ট ) রাতে পাহাড়তলী থানা সাংগঠনিক থানা ইউনিটে ব্যবসায়িক থানা সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমরা স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতাকে আল্লাহর গোলামিতে ন্যস্ত হবো। দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।

থানা আমীর মাহাবুব আলীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড আমীর জহিরুল ইসলাম। ওলামা বিভাগের দায়িত্বশীল শামসুল হক, ওয়ার্ড সভাপতি জাফর ইকবাল, জামায়াত নেতা শহীদুল্লাহ, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, ডা. জহিরুল আলম, নাছির উদ্দীন, জসিম উদ্দিন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.