অতিরিক্ত লাভে ডিম বিক্রি, দুই পাইকারকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসিকে ৩০ টাকা জরিমানা

অতিরিক্ত লাভে ডিম বিক্রির অপরাধে দুই পাইকারি বিক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পাহাড়তলীর ডিমের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি জানান, পাহাড়তলীর ডি.টি রোডে জান্নাত পোল্ট্রি নামে এক ডিমের ডিলারের দোকানে অতিরিক্ত লাভে পাইকারি ডিম বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। প্রতি ডিমে তারা লাভ করছে এক টাকা করে। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাহাড়তলী রেলওয়ে বাজারে পাইকারি ও খুচরা ডিম বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। ওই বাজারের আনিকা ইন্টারপ্রাইজ নামে পাইকারি ও খুচরা ডিমের দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, একইদিন নগরের দেওয়ানহাট মোড়ে পূর্বনির্ধারিত মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে একটি ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে  উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.