মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৩৪

চট্টগ্রামের মাদকের একটি মামলায় মো. শাহজাহান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

সোমবার ২০ মে চট্টগ্রামের ৭ম অতিরিক্ত দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। শাহজাহান কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী এলাকার মোহাম্মদ আলীর পুত্র।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বলেন, ৫ হাজার পিস ইয়ার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. শাহজাহানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৫ জুন সকালে লোহাগাড়া থানার চট্টগ্রাম-ক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের গেইট এলাকার সামনে মো. শাহজাহানের মোটরসাইকেল থামিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন তৎকালীন থানার উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া। পরে মোটরসাইকেলটি জব্দ করে তাকে থানায় আনা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ৩০ মে মো. শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.