চট্টগ্রামে ১৫ আগস্টের স্মরণে মাত্র ১৫ টাকায় ৭শত টাকা মূল্যের পণ্যের বাজার
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামে মোবাশ্বিরা ফাউন্ডেশনের উদ্যোগে একটি কমিউনিটি সেন্টারে ১৫ আগস্টের স্মরণে মাত্র ১৫ টাকায় খেটে খাওয়া মানুষের জন্য ব্যাগ ভর্তি ৭শত টাকা মূল্যের পণ্য ক্রয়ের বাজার চালু করেছে। এতে ১টাকায় কেজি চাল, ৭টাকায় মুরগি, ৫টাকায় তেল, ২টাকায় ডাল, ১টাকায় ডিম সহ ১২আইটেম পন্য ক্রয়ের একটি ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করাহয়। ১৫ টাকায় এক ব্যাগে ৭শ টাকার কাছাকাছি পণ্য এতে পাওয়া যাচ্ছে। মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে স্থানীয় সামারা হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বাজার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। সেসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়ার সহ-সভাপতি চৌধুরী ফরিদ সহ বিশিষ্ঠজনরা। এসব পণ্য পূর্ব থেকে বিতরণ করা কার্ড ধারী ২সহস্রাধিক নিম্মআয়ের মানুষ এই সুযোগ গ্রহণ করতে পারছে। ঁজাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজনকে উপস্থিত সকলই ব্যাপক প্রশংসা করেছেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.