চমেকে ৪ ছাত্রকে নির্যাতনের ঘটনায় সাতজন বহিষ্কার

১,২১৩

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শিবির সন্দেহে ছাত্র নির্যাতনের ঘটনায় সাতজনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) চমেকের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার জানান, সাধারণ ছাত্রদের হলরুমে অবৈধ অনুপ্রবেশ, ছাত্রাবাসে সংঘাত সৃষ্টি এবং আগের মুচলেকার শর্ত ভঙ্গের দায়সহ তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় একজনকে তিন বছরের জন্য, তিনজনকে দুই বছরের জন্য এবং বাকি তিনজনকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ৬০তম এমবিবিএসের শিক্ষার্থী অভিজিৎ দাশ, একই ব্যাচের মো. রিয়াজুল ইসলাম চৌধুরী, ৬২তম এমবিবিএসের শিক্ষার্থী সাজু দাশ, একই ব্যাচের সৌরভ দেবনাথ, মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল, মো. ইব্রাহিম খলিল সাকিব।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে চমেকের ছাত্রাবাসের বিভিন্ন কক্ষ থেকে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন, চমেকের ৬২তম ব্যাচের ছাত্র এম এ রাইয়ান, মোবাশ্বির হোসাইন শুভ্র, জাহিদ হোসাইন ওয়াকিল ও সাকিব হোসেন। এরপর বৃহস্পতিবার হল থেকে উদ্ধার করে তাদের দুজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করে চমেক কর্তৃপক্ষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.