অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল বাস্তবায়নের দাবি

প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ব্যবসায়ী শওকত ও রাজার মতবিনিময়

২২১

বিশিষ্ট ব্যবসায়ী ও আটলান্টিক গ্রুপের সিইও মো. শওকত আলী বলেছেন, চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রামের সাংবাদিক এবং ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। এক্ষেত্রে চট্টগ্রাম প্রেস ক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দর হলেও শিপিং এর হেড অফিস ঢাকায় নিয়ে যাওয়ায় অসন্তোষ জানান এই ব্যবসায়ী। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের শাখা অফিস চট্টগ্রামে স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা সাংবাদিকদের সহযোগিতার কথা তুলে ধরে বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে আমরা ব্যবসায়িকক্ষেত্রে অনেক দিকনির্দেশনা পেয়ে থাকি। তাই ব্যবসায়ী এবং সাংবাদিক একে অন্যের পরিপূরক।

বৃহস্পতিবার ( ৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ব্যবসায়ী শওকত আলী এবং আবুল হাশেম রাজার মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, সদস্যদের কল্যাণে নানা কর্মকাণ্ড পরিচালিত হয় চট্টগ্রাম প্রেস ক্লাবে। আগামী ৩১ ডিসেম্বরের নির্বাচনে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি সদস্যদের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রেস ক্লাব সভাপতি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম।

অনুষ্ঠানে আজীবন দাতা সদস্য হিসেবে অতিথিদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, বিএফইউজে’র সাবেক সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রুবেল খান, সহসভাপতি অনিন্দ্য টিটো, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, ক্লাবের প্রবীণ সদস্য নির্মল চন্দ্র দাশ, মইনুদ্দীন কাদেরী শওকত, পংকজ কুমার দস্তিদার, একেএম কামরুল ইসলাম চৌধুরী, জামালুদ্দীন ইউছুফ, রনজিত কুমার দে, সিরাজুল করিম মানিক, রোকসারুল ইসলাম, এজেডএম হায়দার, মোহাম্মদ শহীদুল ইসলাম, সহিদুল ইসলাম সহিদ, মাহবুব উর রহমান, বিশ্বজিৎ বড়ুয়া, মাখন লাল সরকার, গোলাম সরওয়ার, দেবপ্রসাদ দাস, মু. শামসুল হক, নুরউদ্দিন আহমদ, মো. শহীদুল ইসলাম, মাহবুব উর রহমান, আফজল রহিম সিদ্দিকী, সুভাষ কারণ, বিপুল বড়ুয়া, বশির আহমদ, মোহাম্মদ ফারুক, আবুল হাসনাত, সুলতান মাহমুদ সেলিম, শাহ আজম, কুতুব উদ্দিন চৌধুরী, খোরশেদুল আলম শামীম, মান্নান মেহেদী, আবসার মাহফুজ, আল রাহমান, সোহেল সরওয়ার, সাইদুল আজাদ, সাইদুল ইসলাম, দীপঙ্কর দাশ, রবি শংকর চক্রবর্তী, হেলাল সিকদারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.