ছুরিকাঘাতে শ্রমিক মৃত্যু: বিক্ষোভে উত্তাল খাতুনগঞ্জে পণ্য লোডআনলোড বন্ধ

২১৩

ছুরিকাঘাতে মো. মাসুদ (৪৫) নামে এক শ্রমিক নিহত হবার জেরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছে দেশের অন্যতম চট্টগ্রামের প্রধান ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জের শ্রমিকরা।

বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে শত শত শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভে যোগ দেয়ায় খাতুনগঞ্জে পণ্য লোড-আনলোড বন্ধ হয়ে যায়। শ্রমিকদের দাবী খুনের সঙ্গে জড়িত পিকআপ চালককে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবে না। শ্রমিকরা কাজ বন্ধ রাখায় অনেকটা বন্ধ রয়েছে পন্য বেচা কেনাও। এতে লোকসানের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে মঙ্গলবারও প্রায় নয় ঘন্টা কাজ বন্ধ রাখে খাতুনগঞ্জের শ্রমিকরা। পরে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর কাজে যোগ দেন শ্রমিকরা। কিন্তু বুধবার ভোরে ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে আবারো কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা।

এর আগে সোমবার দুপুরে মো. মাসুদ নামে ওই শ্রমিকের সঙ্গে এক পিকআপ চালকের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার দিকে পিকআপ চালক আরো কয়েকজনকে সাথে নিয়ে মাসুদকে মারধর ও ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় আহত শ্রমিক মাসুদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাসুদ ভোলা জেলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল জাহিদুল কবীর বলেন, যেকোন প্রকার পরিস্থিতির সামাল দিতে আমাদের তিনটা টিম সকাল থেকে খাতুনগঞ্জে উপস্থিত আছে। এছাড়াও শ্রমিকদের সাথে আলোচনার চেষ্টা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.