শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র হবে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল: জেলা প্রশাসক

১১৯

হৃদয়ের যত্নে হৃদয়বান হোন- এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিুনর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিুনর রহমান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী হিসেবে চট্টগ্রামে অনেক আগেই এমন হাসপাতাল হওয়া প্রয়োজন ছিল। তবে দেরিতে হলেও চট্টগ্রামে হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার যে উদ্যোগ এবং কার্যক্রম শুরু হয়েছে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এ হাসপাতাল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম একটি হার্ট ফাউন্ডেশন হাসপাতলের পরিচিত লাভ করতে সক্ষম হবে। প্রতিবেশী দেশ মিয়ানমার, ভুটান, নেপাল ইত্যাদি দেশ থেকেও এই হাসপাতালের রোগী আসার সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে চিকিৎসা সেবার মান অবশ্যই উন্নত হওয়া বাঞ্চনীয়।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জনসংযোগ সেক্রেটারি এস এম আবু তৈয়বের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হোসেন, ডিডিএলজি বদিউল আলম, এনডিসি তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. ইলিয়াছ হোসেন, ম্যাজিস্ট্রেট মো. হোসেন, জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম সেক্রেটারি জেনারেল প্রফেসর ডা. তারেক ইকবাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল এবং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. শাহেনা আক্তার, প্রফেসর ডা. প্রদীপ কুমার দত্ত, প্রফেসর ডা. সেলিম মো. জাহাঙ্গীর, ডা. এসসি ধর, ডা. ইফতেখার হোসেন, ডা. সুজিত পাল, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভিপি আবদুল মান্নান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তির

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.