জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনসহ ৯০ জনের মনোনয়নপত্র দাখিল

১৭৭

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে মোট ৯০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৬১ জন সাধারণ ও ২৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমার শেষদিন এসব প্রার্থী উৎসবমুখর পরিবেশে নিজেদের প্রার্থিতা ঘোষণা দেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

একই পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উত্তর জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজুল ইসলাম ও জাতীয় স্বাধীনতা পার্টির (নিবন্ধন প্রক্রিয়াধীন) মহাসচিব নারায়ণ রক্ষিত।

সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, (মীরসরাই) সাধারণ ওয়ার্ড-১ প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মিহির কান্তি নাথ, কালু কুমার দে, ওয়ার্ড-২ (সীতাকুণ্ড) মো. শওকতুল আলম, আ.ম.ম দিলসাদ, ওয়ার্ড-৩ (সন্দ্বীপ) মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মো. নুরুন্নবী ভুট্টো, নাদিম শাহা আলম, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মো. আলাউদ্দীন, শাহেদ সরোয়ার শামীম, মো. মাহফুজুর রহমান, কামরুল জামান আলাল, ওয়ার্ড-৪ (ফটিকছড়ি) মো. আমান উল্লাহ খান চৌধুরী, আখতার উদ্দীন মাহমুদ, ওয়ার্ড-৫ (হাটহাজারী ও নগর আংশিক) মোহাম্মদ আবুল আলম, জাফর আহমেদ, গোলাম মোস্তফা, মো. আবু বক্কর সিদ্দিকী, মো. সেলিম উদ্দীন, এইচ.এম আলী আবরাহা, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এজহার মিয়া, মো. নুরুল আবছার, মো. মনজুর হোসেন চৌধুরী, ওয়ার্ড নং-৬ (রাউজান) কাজী আবদুল ওহাব, ওয়ার্ড-৭ (রাঙ্গুনিয়া) আবুল কাশেম চিশতী, ওয়ার্ড-৮ (বোয়ালখালী ও নগর আংশিক) মোহাম্মদ এমরান, এস.এম মিজানুর রহমান, মো. আবুল মোকারম, মনসুর আহমদ, বোরহান উদ্দিন এমরান, মোহাম্মদ ইউনুছ, ওয়ার্ড-৯ (কর্ণফুলী ও নগর আংশিক) ইসলাম আহমদ, অধ্যাপক মো. রাশেদুল আলম, ওয়ার্ড-১০ (পটিয়া) মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ, ওয়ার্ড-১১ (চন্দনাইশ) মো. শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ওয়ার্ড-১২ (আনোয়ারা ও নগর আংশিক) এস.এম আলমগীর চৌধুরী, মোহাম্মদ আবুল বশর, ওয়ার্ড-১৩ (বাঁশখালী) মোহাম্মদ আবদুল আজিজ, শাহদাত হোসেন চৌধুরী, মো. রায়হাদ চৌধুরী, মো. হামিদ উল্লাহ, কল্যাণ বড়ুয়া, মো. নুর হোছাইন, এম জিল্লুর করিম শরিফী, মো. নুরুল মোস্তফা সিকদার, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ আলমগীর কবির, মো. খালেকুজ্জামান, ওয়ার্ড-১৪ (সাতকানিয়া) গোলাম ফেরদৌস, মনির আহমেদ, কামাল উদ্দিন, আব্দুল মালেক খান, আবদুল আলীম, ওয়ার্ড-১৫ (লোহাগাড়া) আনোয়ার কামাল, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত ওয়ার্ড-১ জাহান আরা নাজনীন, ইয়াছমিন আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা, নার্গিস আকতার, দিলোয়ারা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-২ দিলোয়ারা ইউসুফ, অ্যাডভোকেট উম্মে হাবিবা, জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা, সংরক্ষিত ওয়ার্ড-৩ তাহমিনা আক্তার চৌধুরী, তিষণ ভট্টাচার্য, জগদা চৌধুরী, শারমিন আকতার, মোস্তফা রাহিলা চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড-৪ দিলোয়ারা বেগম, মোছাম্মৎ দিলুয়ারা বেগম, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, সাজেদা বেগম, সুমি দে, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া, সংরক্ষিত ওয়ার্ড-৫ দিলোয়ারা বেগম, রুখছানা আকতার, শাহিদা আকতার জাহান, শিকু আরা বেগম, তাসলিমা আক্তার ও সুরাইয়া খানম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় (জেলা প্রশাসকের কার্যালয়) ও জেলা নির্বাচন অফিসে ৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৬১ জন সাধারণ ও ২৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।

১৯-২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র আপিল, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

জেলা পরিষদ নির্বাচনে ১৫ ওয়ার্ডে ভোটার সংখ্যা দুই হাজার ৭৩১ জন। পুরুষ ভোটার দুই হাজার ৯৪ জন ও মহিলা ভোটার ৬৩৭ জন। ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.