স্বাধীনতা বিরোধীরা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই স্বাধীনতা বিরোধী, তারা কখনো এদেশের দেশের উন্নয়ন চায়নি। দেশের উন্নয়ন,স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলা হতো সে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুকন্যার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে । বিগত ১৩ বছরে দেশ উন্নয়নের পথে অনেকদূর এগিয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে এই দেশ শীঘ্রই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে। কিন্তু নির্বাচন আসলেই স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে। তারা সারাদেশে অস্তিরতা সৃষ্টির চেষ্ঠা করে এবং এখনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবেনা। মনে রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবেনা বাংলাদেশ।
শনবিার (২৭ আগস্ট) নগরীর রীমা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্টের শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, বিদেশের মাটিতে বসে সংখ্যালগুদের উসকানি দিচ্ছে। আমি কিছুদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে ৭৫ পরবর্তি বিষয় নিয়ে বক্তব্য রেখেছি তারা সেটা ভিন্ন ভাবে প্রচার করেছে। আমরা এদেশের স্বাধীনতাকে পরাজিত হতে দেবনা। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই, আমরা আগস্টের শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে সেই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রেীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে. এম. আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, ডা. উম্মে সালমা মুনমুন, উপ পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, স্বেচ্ছাসেবক লীগের নুরুল আবছার তালুকদার, আকবর আলী, শাহেদুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এমএ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.