চবি’র সাবেক ভিসি মোহাম্মদ আলী আর নেই

১৮,২৮৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মোহাম্মদ আলী আর নেই। বৃহস্পতিবার (২৪জুন) সন্ধ্যায় তিনি নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে।

তিনি স্ত্রী, এক পুত্র সন্তান রেখে যান।

উল্লেখ্য, ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করা বরেণ্য এ শিক্ষাবিদ পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সদস্য, তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক এবং চবি ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।

আগামীকাল বাদে জুমা চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকা (বি-ব্লক) জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

উপাচার্য ও উপ-উপাচার্যের শোক
এ দিকে সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। এক শোকবার্তায় তারা বলেন, প্রফেসর মোহাম্মদ আলী ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, সদালাপী, অমায়িক সর্বোপরি একজন শিক্ষার্থী-বান্ধব শিক্ষক। উদার মানসিকতা সম্পন্ন এদেশের প্রখ্যাত এ শিক্ষাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, নর্দাণ বিশ্ববিদ্যালয় ঢাকা এবং সাউদার্ণ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উপাচার্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ শিক্ষাবিদকে দেশ-জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। প্রথিতযশা এ শিক্ষাবিদের মৃত্যুতে দেশের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.