টানা বৃষ্টিতে নীচু এলাকায় হাঁটু পানি, দুর্ভোগে মানুষ

২০৪

গতরাত থেকে থেমে থেমে বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বুধবার (২০ জুলাই) সকালে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে অফিসগামী এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন।

পানি চলাচলের নালায় প্রতিবন্ধকতার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রকট আকার ধারণ করছে। বৃষ্টি হলেই বাড়ে এ দুর্ভোগ। বৃষ্টির দিনে নগরবাসীর এটি যেন নিত্যদিনের ঘটনা।

আগ্রাবাদ এলাকায় নালা নর্দমায় ময়লায় জমে থাকায় বৃষ্টির পানি সড়কেই জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারী হাজারো মানুষ।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালেও পানি ঢুকে পড়েছে। পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে রোগীর স্বজনদের। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতালে কর্মীদেরও।

হাসপাতালে একজন কর্মকর্তা জানান, নিচতলার জরুরি বিভাগ সহ কিছু সেবা কার্যক্রম সরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধু একটি ফার্মেসি আছে নিচ তলায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, বুধবার ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৯৮.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রামে মৌসুমী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.