দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন

১,৩৭৮

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৯জুলাই) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দীপ্ত টিভির পরিচালকসহ তিনজন আদালতে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন, দীপ্ত টিভির পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও কাজী রাবেত হাসান প্রকাশ কাজী জিসান।
এর আগে গতকাল সোমবার একই আদালতে আত্মসমর্পণ করে দীপ্ত টিভির এমডি জাহেদুল হাসানসহ চারজন জামিন আবেদন করেন। শুনানি শেষে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই দিন বিকেলে অসুস্থতার কারণে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানকে আদালত জামিন দেয়।

বাদী পক্ষের আইনজীবি জানান, তারা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল, তবে এর বিরুদ্ধে উচ্চাদালতে যাবে তারা।

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার ছেলে মুজিবুর রহমানের বিরুদ্ধে দীপ্ত টেলিভিশনে সংবাদ প্রকাশের পর মন্ত্রী ও তার ছেলের সম্মানহানি হওয়ার অভিযোগে ২০১৬ সালের ৫ এপ্রিল তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় চকবাজার থানায় মামলা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.