১৯ জুলাই চট্টগ্রামে বুস্টার ডোজ পাবে ৩ লাখ ৬৮ হাজার মানুষ

২৪৩

চট্টগ্রামে আগামী ১৯ জুলাই দিনব্যাপী বুস্টার ডোজ ক্যাম্পেইন করবে স্বাস্থ্য বিভাগ। ৪ মাস আগে করোনার দ্বিতীয় ডোজ নেয়া যে কেউ শুধুমাত্র টিকা কার্ড সঙ্গে নিয়ে এসে এদিন বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পাবেন।

ক্যাম্পেইনে ফাইজারের টিকা দেয়া হবে বুস্টার ডোজ হিসেবে। আর দিনব্যাপী পুরো জেলায় মোট ৩ লাখ ৬৮ হাজার জনকে বুস্টার ডোজ দেয়ার লক্ষ্য ঠিক করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে ৪৭ হাজার ডোজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ও বাকি টিকাগুলো দেয়া হবে জেলার ১৫ উপজেলায়।

আগামী ১৯ জুলাই পুরো চট্টগ্রাম জেলাতে একযোগে বুস্টার ডোজ ক্যাম্পেইন করার বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১৫ উপজেলার ইউনিয়ন পর্যায়ে মোট ৬০০টি ওয়ার্ডে গড়ে ৫০০ করে ভ্যাকসিন প্রদান করা হবে।

ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি টিম এই ক্যাম্পেইন পরিচালনা করবে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ভ্যাকসিনেশন কার্যক্রমের ফোকাল পার্সন ডা. জামাল মোস্তফা জানান, ‘৪ মাস আগে করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন যে কেউই ক্যাম্পেইনে বুস্টার ডোজ নিতে পারবেন। অর্থাৎ ১৯ মার্চের আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরা টিকা পাবেন। তবে তাদের টিকা কার্ড সঙ্গে আনতে হবে।’

ক্যাম্পেইনে ফাইজারের টিকা প্রদান করা হবে বলেও জানান ডা. জামাল মোস্তফা।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.