কৃষ্ণপদ রায় সিএমপি’র নতুন কমিশনার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনজয় কুমার দাশ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
বর্তমান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাহুবলের সন্তান কৃষ্ণপদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় অর্নাস ও মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পরীক্ষায় এএসপি পদে বগুড়ায় যোগদান করে কর্মজীবন শুরু করেন। পরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি চাঁদপুর ও শেরপুর জেলা পুলিশের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। সেখান থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে যোগ দেন তিনি। সর্বশেষ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
পুলিশে যোগ দেয়ার আগে তিনি দেশের একটি ইংরেজি দৈনিকে সাংবাদিকতাও করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.