চট্টগ্রামে এলো চীনের তৈরি ৯১ হাজার ডোজ টিকা
চট্টগ্রামে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। শুক্রবার (১৭ জুন) সকালে টিকাগুলো গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। টিকা পরিবহনের বিশেষায়িত গাড়িতে করে টিকাগুলো চট্টগ্রামে আনা হয়েছে। চট্টগ্রামে আসার পর টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।
জেলা সিভিল সার্জন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু পাননি, তারা টিকা অগ্রাধিকার পাবেন। একইভাবে যেসব স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশসহ যারা ফ্রন্টলাইনার আছেন এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারাও আগ্রাধিকার পাবেন। এছাড়া প্রবাসীরা যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তারাও টিকা নিতে পারবেন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন বলেন, শনিবার একটি বৈঠক আছে, সেখানে এসব টিকা কখন দেওয়া শুরু হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। চট্টগ্রামে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ৫৩ হাজার ৭৬০ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৪৮ হাজার ১৪৫ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.