চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া

১,৬৫১

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের আজীবন দাতা সদস্য ও সুহৃদ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিনসহ ক্লাবের অসুস্থ সদস্যদের রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

দোয়া মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা ছাড়াও বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশেষত ফুটবলের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরফদার মোহাম্মদ রুহুল আমিন নিরলস ভাবে কাজ করে চলেছেন। একইসাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের একজন আজীবন দাতাসদস্য ও সুহৃদ হিসেবে সব সময় ক্লাবের সদস্যদের পাশে রয়েছেন।

দোয়া মাহফিলে সস্ত্রীক করোনাআক্রান্ত তরফদার মোহাম্মদ রুহুল আমিনসহ ক্লাবের অসুস্থ সদস্য ও তাদের পরিবারবর্গের দ্রুত রোগমুক্তি কামনা করা হয়। সেই সাথে করোনায় মৃত্যুবরণকারী ক্লাবের স্থায়ী সদস্য দিদারুল আলমের আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, হযরত শাহ আনিস (রঃ) জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন।

এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য দেবদুলাল ভৌমিক, মহসিন চৌধুরী, স্থায়ী সদস্য জামালুদ্দীন ইউছুফ, শিশির বড়ুয়া, আবুল হাসনাত, আফজল রহিম সিদ্দিকী, বাবুল চৌধুরী, তপন দাশ বর্মন, শামসুল হুদা মিন্টু, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ আবদুল হাই, আল রাহমান, শওকত ওসমান, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মান্নান মেহেদী, সোহেল সরওয়ারসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.