জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথউদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বিজয়ের পূর্বমুহূর্তে যেসকল পাক হানাদার বাহিনীর দোসর খুনীচক্র পুরো জাতিকে মেধাশূন্য করতে তালিকা করে বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞ চালিয়েছিলো, তাদের প্রেতাত্মারা এখনো কিন্তু বসে নেই। তারা নানাভাবে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওৎ পেতে আছে। দেশে এখনো নতুন নতুন জঙ্গী আস্তানার সন্ধান পাওয়া যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত মহান বিজয়ের পঞ্চাশ বছর পর হলেও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রণয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করে তা দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, বিএফইউজে’র সাবেক সহসভাপতি আবু তাহের মুহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকতসহ অন্যরা। সভার শুরুতে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য দেবপ্রসাদ দাস দেবু, মাখন লাল সরকার, আবুল হাসনাত, তপন দাশবর্মন, শতদল বড়ুয়া, গোলাম সরওয়ার, সান্টু কুমার দাশ, খোরশেদুল আলম শামীম, মাসুদুল হক, সাইদুল আজাদ, সোহেল সরওয়ার, মো. ফরিদ উদ্দিন, দীপঙ্কর দাশসহ বিপুল সংখ্যক সাংবাদিক।
এর আগে সোমবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে চট্টগ্রাম প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দসহ অনেক সাংবাদিক অংশ নেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.