পরীর পাহাড়ে আইনজীবীদের পাঁচ ভবন: অনুমোদন কিভাবে জানতে চেয়ে মন্ত্রণালয়ের চিঠি

৩৬৯

নগরীর পরীর পাহাড়ে আইনজীবীদের পাঁচ ভবনের নকশা কিভাবে সিডিএ থেকে অনুমোদন করা হয়েছে তা জানতে চেয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রোববার (৩ অক্টোবর) মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুর রহমান হাবিব এ বিষয়ে জানতে সিডিএ চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

তিনি আগামী ৭ কর্মদিবসের মধ্যে পরীর পাহাড়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে আইনজীবীদের ৫টি স্থাপনা নির্মাণের জন্য কিভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সে বিষেয়ে বিস্তারিত ব্যাখা দিতে বলেছেন।

চিঠিতে বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং মন্ত্রিপরিষদ বিভাগ হতে অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেলা প্রশাসন চট্টগ্রামকে নির্দেশনা প্রদান করা হয়েছে, এছাড়া জমির মালিকানা নিশ্চিত না হয়ে নকশা অনুমোদনের কর্তৃত্ব কোন প্রতিষ্ঠানের নেই বলেও উল্লেখ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.